Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে খেরুয়াজানী ইউনিয়ন

এক নজরে ইউনিয়ন পরিষদ

এক নজরে

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম জনপদ হলো ১০ নং খেরুয়াজানী ইউনিয়ন। কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।

 

ক) নাম-                                                ১০ নং খেরুয়াজানী ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন-                                         ৩০.২০ বর্গ কিলোমিটার।

গ) লোকসংখ্যা-                                    ৪৫৬৮৮ জন।

ঘ) গ্রামের সংখ্যা-                                 ২৮ টি।

ঙ) মৌজার সংখ্যা-                                ২৮টি।

চ) হাট/বাজার সংখ্যা-                           ৬টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম-         সিএনজি, অটোরিক্সা ও রিক্সা।

জ) শিক্ষার হার-                                   ৪৩.৬৫ % (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)।

      সরকারী প্রাথমিক বিদ্যালয়-                     ১০টি।

      বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-             ৬টি।

      উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-                         ৫টি।

      মাদ্রাসা-                                             ৪টি।

      কলেজ-                                             নাই।

      কামিল মাদ্রাসা-                                   নাই।

ঝ) কার্ড ধারীদের বিবরণঃ

      ১। বয়স্ক ভাতা কার্ডের সংখ্যা-                  ১২৯২ টি।

      ২। বিধবা/ স্বামী পরিত্যাক্তা ভাতা কার্ডের সংখ্যা-৩১ টি।

      ৩। প্রতিবন্ধী ভাতা কার্ডের সংখ্যা-             ৭০৫ টি।

      ৪। মুক্তিযোদ্ধা ভাতা কার্ডের সংখ্যা-           ৬ টি।

ঞ) দায়িত্বরত চেয়ারম্যান-   জনাব মোঃ হারুন-অর-রশিদ।

ট) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান-                        ১০২টি মসজিদ,  ২০ টি ঈদগাহ, ৬টি গোরস্থান

ঠ) ঐতিহাসিক/পর্যটন স্থান-                   নাই।

ড) ইউপি কমপ্লেক্স ভবন স্থাপন কাল-      ২০০৪ ইং।

ঢ) নব গঠিত পরিষদের বিবরণ-             ১জন চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত আসনের সদস্য ও ৯ জন্য সাধারন সদস্য নিয়ে গঠিত।

U I S C উদ্যোক্তা-- ২ জন। ( মোহাম্মদ এনামুল কবীর – মিজানুর রহমান )